বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান টুটুল চক্রবর্তী বিপিএম। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষরিত এক সরকারি আদেশে তিনিসহ আরো ৪৫জনকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেয়া হয়।
টুটুল চক্রবর্তী লক্ষ্মীপুর শহরের বাসিন্দা এবং বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগের উপ-কমিশনার, প্রফেশনাল স্ট্যান্ডার্ড বিভাগের উপ-কমিশনার, সিরাজগঞ্জ ও কুমিল্লায় জেলার পুলিশ সুপার ছিলেন।
তিনি লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন।
এরপর ২০০১ সালে ২০ তম বিসিএসে পুলিশ ক্যাডারে যোগদান করেন। অ্যাডিশনাল ডিআইজি পদোন্নতিতে বাংলাদেশ পুলিশের চৌকস ও মেধাবী কর্মকর্তা টুটুল চক্রবর্তী’কে শুভেচ্ছা জানিয়েছে লক্ষ্মীপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের মেধাবী তরুণদের সংগঠন লক্ষ্মীতারুন্যের পক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
0Share