বাংলাদেশের প্রথম জেনারেশন মানের সাধারণ বীমা প্রতিষ্ঠান সেন্ট্রাল ইস্যুরেন্স কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে দায়িত্ব গ্রহন করেছেন মাে: বদরুল আমিন ফুয়াদ। গত সপ্তাহে তিনি এ দায়িত্বভার গ্রহন করেন। সর্বশেষ তিনি সেন্ট্রাল ইস্যুরেন্স কোম্পানীতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
বদরুল আমিন ফুয়াদ লক্ষ্মীপুর সদর উপজেলার খিলবাইছা গ্রামের বনেদি আমিন পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স ও মাষ্টার্স শেষ করে ১৯৯০ সালে প্রগতি জেনারেল ইস্যুরেন্স কোম্পানীতে সিনিয়র অফিসার হিসেবে যােগদান করেন। দীর্ঘ প্রায় ৩২ বছর বছর তিনি দেশের বীমা শিল্পে গুরত্বপূর্ন ভূমিকা পালন করেন।
এসময় বীমা শিল্পে উচ্চতর প্রশিক্ষণ গ্রহনের জন্য ভারত, থাইল্যান্ড, সিংগাপুর, মালয়েশিয়া, সৌদি আরব সফর করেছিলেন।
বীমা শিল্প ছাড়াও ব্যক্তি জীবনে তিনি বহু সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছেন।
এদিকে লক্ষ্মীপুরের খিলবাইছা গ্রামের বনেদি আমিন পরিবারের ৪ সন্তানের মধ্যে বদরুল আমিনের বড় ভাই লে: কর্নেল (অব:) মাে: রুহুল আমিন ছিলেন সিলেট ক্যাডেট কলেজ ও বিকেএসপির সাবেক অধ্যক্ষ, মেঝাে ভাই মােহাম্মদ নুরুল আমিন ছিলেন এনসিসি ব্যাংক ও মেঘনা ব্যাংকের এমডি (সিইও), সেজো ভাই মাে: সামছুল আমিন ছিলেন, জাতীয় নিরাপত্তা গােয়েন্দা (এনএসআই) এর অতিরিক্ত পরিচালক এবং বোন আয়েশা বেগম খিলবাইছা বালিকা উচ্চ বিদ্যালয় নিকেতনের বর্তমান প্রধান শিক্ষক।
বদরুল আমিনের এ পদে আসীন হওয়ায় লক্ষ্মীপুরের বিভিন্ন সামাজিক সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছেন।
0Share