সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাহফুজ আলম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাহফুজ আলম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাহফুজ আলম

নিজস্ব প্রতিনিধি | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর

ছাত্রদের গঠন করা নতুন রাজনৈতিক দলে যোগ দিতে নাহিদ ইসলামের পদত্যাগের একদিন পর— তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হলেন মো. মাহফুজ আলম।

রাষ্ট্রপতির আদেশক্রমে  বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন নাহিদ, এই মন্ত্রণালয়ের দায়িত্ব এখন নিজের অধীনে নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস।

গতকাল মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। ওইদিন দুপুর ১টায় প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

নাহিদ ইসলাম পদত্যাগের পর এক সংবাদ সম্মেলনে বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সরকারে থাকার চেয়ে তার রাজপথে থাকা বেশি প্রয়োজন। এ কারণে তিনি পদত্যাগ করেছেন।

তিনি বলেন, ‘দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র-জনতার কাতারে থাকা প্রয়োজন। আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি, সেই আকাঙ্ক্ষার জন্য এবং গণঅভ্যুত্থানে যে ছাত্র-জনতা অংশগ্রহণ করেছে, সেই শক্তিকে সংহত করতে— আমার মনে হয়েছে, সরকারের থেকে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। আমার যারা সহযোদ্ধারা রয়েছেন, তারাও এটি চান। সেই পরিপ্রেক্ষিতেই আমি আজ মূলত পদত্যাগপত্র জমা দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘গত ছয় মাসে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি কাজ করে যাওয়ার। দুটি মন্ত্রণালয়ের বাইরেও আমাদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়েছে। মন্ত্রণালয়গুলোতেও আমরা কাজ করেছি। কাজের ফলাফল হয়ত জনগণ সামনে পাবে। ছয় মাস খুবই কম সময়। তারপরও আমি চেষ্টা করেছি, আমার কাজের ফলাফল জনগণ মূল্যায়ন করবে।’

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় অন্যতম প্রধান সমন্বয়ক হিসেবে সামনে আসেন নাহিদ। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেবেন তিনি। আগামী ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করবে নতুন এই দল। 

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব আরও সংবাদ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন লক্ষ্মীপুরের সৌরভ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাহফুজ আলম

পিলখানা হত্যাকান্ড: লক্ষ্মীপুরের সুবেদার নুরুল ইসলামের জন্য রাষ্ট্রীয় খেতাব চান সন্তান

আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল আমিন মাস্টারের জানাযায় মানুষের ঢল

আমেরিকায় জনপ্রিয় হচ্ছে লক্ষ্মীপুরের প্রবাসী মনির দম্পত্তির চাষাবাদ ও কৃষি ট্যুরিজম

বার কাউন্সিলের সনদ পেলেন কর বিষয়ক লেখক সিরাজ উদ্দিন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com