নিজস্ব প্রতিনিধি: জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি, স্বাধীনতার পতাকা উত্তোলক এবং লক্ষ্মীপুরের কৃতি সন্তান আ স ম আবদুর রব ব্যক্তিগত চিকিৎসা ও জেএসডি অনুসারী, সমর্থকদের সাথে মতবিনিময়ের জন্য বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। জনাব রব নিউ ইয়র্কে
তার হৃদরোগ জনিত পুর্ববর্তী চিকিৎসকের কাছে নিয়মিত চেকআপের অংশ হিসাবে চিকিৎসা সেবা গ্রহণ করবেন। এ ছাড়া ৩১শে জুলাই যুক্তরাষ্ট্রে জেএসডি সমর্থক ফোরাম সহ প্রবাসীদের সাথে মতবিমিয়, ১৫ আগষ্ট প্যারিস জেএসডি সমর্থক ফোরামের কাউন্সিল, ১৬ আগষ্ট ফ্রান্স প্রবাসী নোয়াখালী সমিতির উদ্দ্যোগে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠান সহ প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান করবেন। আগামী ২৫ আগষ্ট জনাব রব ঢাকার উদ্দেশ্যে প্যারিস ত্যাগ করবেন।
জনাব রব এর সাথে তার স্ত্রী তানিয়া রবও এ সফরে অংশ গ্রহণ করছেন। জেএসডির দপ্তর সম্পাদক এসএম আনছার উদ্দিন লক্ষ্মীপুরটোয়েন্টিফোর কে এ তথ্য নিশ্চিত করেছেন।
0Share