মিসু সাহা নিক্কন:রামগতি উপজেলায় ১৮ বছর পর জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার লক্ষ্যে গণ জামায়েত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেল ৪ টার সময় উপজেলার মাহমুদা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে ওই গণ জামায়েত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের
সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবদুল্যাহ আল মামুন-এমপি, বিশেষ অতিথি ছিলেন- রামগতি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ।
৭নং চর রমিজ ইউনিয়ন ও ০৯ নং চরগাজী ইউনিয়নের জনগণ আয়োজিত গণ জায়ায়েতে বক্তারা বলেন, দীর্ঘ ১৮ বছর পর সকল জটিলতা কাটিয়ে ওই দুই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্যই এই আয়োজন, যোগ্য ব্যাক্তিদের ভোট দিয়ে উন্নয়নের সুযোগ করার আহ্বান জানান।
এসময় ৭নং চর রমিজ ইউনিয়ন ও ০৯ নং চরগাজী ইউনিয়নের কয়েক হাজার জনগণ ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দীর্ঘ ১৮ বছর পর জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার আশ্বাস পেয়ে জনসাধারণের মধ্যে আনন্দ বিরাজ করছে।
0Share