নিজস্ব প্রতিনিধি: রামগতির চররমিজ ও চরগাজী ইউপি নির্বাচন শুরু হওয়ার ১২ঘন্টা আগেই দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে দুই প্রার্থী ভোট বর্জন করেছেন। বুধবার ( ১৪ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের একটি স্থানীয় পত্রিকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দুই প্রার্থী সুষ্ঠু ভোট অনুষ্ঠানে শঙ্কা প্রকাশ করে ভোট বর্জনের ঘোষনা দেন। ভোট বর্জনকারী এই দুই প্রার্থী হলেন, চরগাজী ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদ প্রার্থী আক্তার হোসেন বাচ্চু (দুটি পাতা প্রতিক) ও চর রমিজ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেল (টেবিল ফ্যান প্রতিক)।
স্থানীয় ভোটারদের মতে এই দু’জন প্রার্থী বিগত ১৮ বছর ধরে মামলা ঝটে ফেলে সাধারণ মানুষ ও তরুন ভোটারদের ভোটাধিকার প্রয়োগ করতে বাধাগ্রস্ত করে আসছেন। নিজেদের পরাজয় নিশ্চিত ভেবে ভোট বর্জন করেছেন বলে জনশ্রুতি রয়েছে।
তবে এই দুই প্রার্থী সংবাদ সম্মেলনে ভিন্ন বক্তব্য উপস্থাপন করে জানান, সরকার দলের লোকজন ভোটের আগেই কেন্দ্র দখল করে ফেলেছেন, পুলিশও সরকার দলের ক্যাডাররা তাদের সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে মারধরসহ হুমকি ধামকি দেয়া এবং হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে নির্বাচন অনুষ্ঠান হওয়ায় ভোট বর্জন করেন বলে জানান তারা।
সংবাদ সম্মেলনে তারা মন্তব্য করেন, ভোট গ্রহনে হাইকোর্ট এর দেয়া নিষেধাজ্ঞা আপিল বিভাগ প্রত্যাহার করলে সেই আদেশটি শুধু মাত্র আইনজীবীর সত্যয়িত কপি দিয়ে বিবেচনা করে ভোট গ্রহন হতে পারেনা।
জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, সর্বশেষ নির্বাচন কমিশন নির্বাচনের প্রজ্ঞাপন জারি করলে গত ০৭ অক্টোবর মহামান্য হাইকোর্টে রিট পিটিশনের পর ওই প্রজ্ঞাপনের কার্যকারিতার উপর স্থগিতাদেশ আসে। উক্ত আদেশের বিরুদ্ধে সিভিল ফিটিশন ফর লিভ টু আপিল করা হলে ১৪ অক্টোবর ওই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। এতে ওই দুই ইউনিয়নে নির্বাচন করতে আর বাধা না থাকায় নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচন কমিশন।
0Share