নিজস্ব প্রতিনিধি: “দুনিয়ার মজদুর এক হও, বাংলার মেহনতি মানুষ এক হও”এই শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের কমলনগরে জাতীয় শ্রমিক লীগের ৯নং তোরবাগঞ্জ ইউনিয়ন এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে আবদুল মতিন মাঝি কে সভাপতি এবং মহিন মাঝি কে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট তোরাবগঞ্জ ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর ) সন্ধ্যায় কমলনগর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ইউনিয়ন শ্রমিক লীগের আয়োজনে ঐ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগের অন্যতম সদস্য ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্যের প্রতিনিধি এডভোকেট আনোয়ারুল হক।
উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. মোশারেফ হোসেন রাসেলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন শ্রমিকলীগ এবং আওয়ামীগের নেতৃবৃন্দ।
কমিটির অন্যরা হলেন, সহসভাপতি সেকান্তর মাঝি, মো: সোলাইমান,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলা উদ্দিন, জহিরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মোঃ ইউছুফ মাঝি প্রমুখ।
0Share