নিজস্ব প্রতিনিধি: কমলনগর উপজেলা প্রতিষ্ঠার ৯ বছর পর এই প্রথম বিএনপি’র সম্মেলন হতে যাচ্ছে। দীর্ঘ দিন পর অবশেষে মেয়াদ উত্তীর্ণ আহ্বায়ক কমিটির অবসান হতে চলেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) লক্ষ্মীপুর জেলা বিএনপি’র কার্যালয়ে কমলনগর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মাহে আলমের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলন উদ্বোধন করবেন জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। প্রধান অতিথি থাকবেন সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ সামছুল আলম, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব।
দলীয় সূত্র জানায়, ২০০৬ সালে লক্ষ্মীপুরের রামগতি উপজেলাকে ভাগ করে উত্তর অঞ্চলকে কমলনগর নামে পৃথক উপজেলা গঠন করা হয়। উপজেলা গঠনের পর ২০০৯ সালে কমলনগরে বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠিত। এর পর থেকে সেই আহ্বায়ক কমিটি দিয়ে চলছিলো উপজেলা বিএনপি।
সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যে কমলনগরের ৯টি ইউনিয়ন কমিটি গঠন করা হয়। ইউনিয়ন কমিটির সভাপতি ও সম্পাদকদের ভোটে উপজেলা কমিটির নেতা নির্বাচিত হবেন।
কমলনগর উপজেলা বিএনপি’র সভাপতি প্রার্থীরা হলেন বর্তমান কমিটির আহ্বায়ক মাহে আলম, যুগ্ম আহ্বায়ক আবদুল ওদুদ হাওলাদার, জামাল তালুকদার, মো.জামাল উদ্দিন ও অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ ফখরুল আলম নাহিদ এবং সাধারণ সদস্য পদে বর্তমান কমিটির সদস্য সচিব নূরুল হুদা চৌধুরীর নাম শুনা যাচ্ছে।
এদিকে সম্মেলনকে কেন্দ্র করে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। সভাপতি-সাধারণ সম্পাদক প্রার্থীরা নির্বাচিত হতে ভোটারদের সাথে যোগাযোগ রক্ষা করছে।
কমলনগর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আবদুল ওদুদ হাওলাদার ও সদস্য সচিব নূরুল হুদা চৌধরী বলেন, সম্মেলনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। ভোটের মাধ্যমে নির্বাচিত কমিটি বিএনপিকে সাংগঠনিকভাকে আরও এগিয়ে নিয়ে যাবে এমনটাই প্রত্যাশা সবার।
0Share