নিজস্ব সংবাদদাতা : নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম রাব্বিকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে । জানা গেছে, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক দ্বারা পরিচালিত ‘আলোর পথে’ কোচিং সেন্টার থেকে পুলিশ তল্লাশি চালিয়ে একটি শর্টগান ও ২২টি হাত বোমা উদ্ধার করে।
সুধারাম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুবেল মিয়া জানান, ছাত্রদলের ওই নেতা কোচিং সেন্টারের আড়ালে সরকার বিরোধী তৎপরতা ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে ব্যর্থ হয়। তবে আলোচিত এ কোচিং সেন্টারটি সিলগালা করে দেয়া হয়। এদিকে স্থানীয় লোকজন ও কোচিং সেন্টারের ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, এ ঘটনাটি ষড়যন্ত্র ও হয়রানি মূলক।
এ ব্যাপারে বক্তব্য জানতে ছাত্রদল নেতা মোঃ গোলাম রাব্বির সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার বাবা ৪নং কাদির হানিফ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গোলাম ফারুকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার ছেলে আওয়ামীলীগের ষড়যন্ত্রের শিকার। এলাকার লোকজনের কাছে খবর নিলে তার প্রমাণ পাওয়া যাবে।
0Share