নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা আওয়ামী তৃণমূল লীগের এক জরুরী বর্ধিত সভায় ৮নং দত্তপাড়া ইউনিয়ন তৃণমূল লীগের ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেল ৫টায় হাজিরপাড়া বাজারস্থ চন্দ্রগঞ্জ থানা তৃণমূল লীগের কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে চন্দ্রগঞ্জ থানা তৃণমূল লীগের আহ্বায়ক নিজাম উদ্দিন মুন্না সভাপতিত্ব করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা তৃণমূল লীগের যুগ্ম আহ্বায়ক শেখ বাবলু, যুগ্ম আহ্বায়ক মোঃ খালেদ ও যুগ্ম আহ্বায়ক মোঃ সাহেদুর রহমান।
সভায় সর্বসম্মতিক্রমে দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী তৃণমূল লীগের আহ্বায়ক কমিটি অনুমোদন করেন নেতৃবৃন্দ। এতে খোরশেদ আলম মিলনকে আহ্বায়ক, মোঃ মানিককে ১ম যুগ্ম আহ্বায়ক ও মোঃ রুবেলকে ২য় যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মোঃ সবুজ, মোঃ মানিক, মোঃ ইসমাইল, নবী হোসেন, ইব্রাহীম খলিল রুবেল ও তুহিন।
চন্দ্রগঞ্জ থানা আওয়ামী তৃণমূল লীগের আহ্বায়ক নিজাম উদ্দিন মুন্না জানান, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তৃণমূল লীগকে সংগঠিত করা হচ্ছে। সে লক্ষ্যে শিক্ষিত, মেধাবী ও তরুণ নেতৃত্বকে প্রাধান্য দিয়ে কমিটিগুলো সাজানো হচ্ছে। তিনি বলেন, খুব শীঘ্রই তৃণমূল লীগ লক্ষ্মীপুর জেলায় শক্তিশালী সংগঠনে রূপান্তরিত হবে।
0Share