নিজস্ব প্রতিনিধি: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রথম দফায় ভোট নেওয়া হবে ২২ মার্চ ২০১৬। ওই দিন সারা দেশের সাথে লক্ষ্মীপুরের ৬টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত েহবে। ইউনিয়ন গুলো হচ্ছে রামগতি উপজেলার চরপোড়া গাছা , চর বাদাম কমলনগর উপজেলার হাজিরহাট, চর ফলকন, তোরাবগঞ্জ এবং পাটারিরহাট ইউনিয়ন।
মনোনয়ন জমা দেওয়ার তারিখ ২২ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই করা হবে ২৩-২৪ ফেব্রুয়ারি আর প্রত্যাহারের শেষ তারিখ ২ মার্চ। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩ মার্চ। ইতিহাসের প্রথম দলীয় প্রতীকে হবে এ নির্বাচন।
রামগতি উপজেলার চরপোড়া গাছা এবং চর বাদামের নির্বাচন হয় ৩০ মার্চ ২০১১ সালে ৫ বছর পূর্ন হবে ২৯ মার্চ ২০১৬ তারিখে। অপর দিকে কমলনগর উপজেলার হাজিরহাট, চর ফলকন, তোরাবগঞ্জ এবং পাটারিরহাট ইউনিয়নের নির্বাচন হয় ২ এপ্রিল ২০১১ সালে ৫ বছর পূর্ন হবে ১ এপ্রিল ২০১৬ তারিখে।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বৃহস্পতিবার (১১ ফেব্রয়ারি) ২২ মার্চ ভোটের তারিখ চূড়ান্ত করে স্থানীয় রিটার্নিং কর্মকর্তাদের বিস্তারিত তফসিল ঘোষণার দায়িত্ব দিয়েছে।
0Share