নিজস্ব প্রতিনিধি : আসন্ন ইউপি নির্বাচনে লক্ষ্মীপুরে তৃণমূলের ভোটাভুটির মাধ্যমে চেয়ারম্যান পদে প্রার্থী নির্ধারণের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। রোববার বিকেলে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের এক জরুরী বর্ধিত সভায় ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা এ দাবি তোলেন। হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছুল আলম বাবুল।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিন মুন্না, নুরুল মোরছালিন মাসরু, সাহেদ মিয়া প্রমুখ। এ সময় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, তৃণমূল লীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ওয়ার্ড আওয়ামীলীগের কয়েকজন নেতা জানান, যেহেতু চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। তাই আমরা দাবি করেছি ওয়ার্ড পর্যায়ের নেতাদের ভোটের মাধ্যমে যিনি সবচেয়ে বেশি ভোট পাবেন তাকে মনোনয়ন দেয়ার জন্য।
0Share