নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় ধাপে ৬৮৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব ইউপিতে নির্বাচন হবে আগামী ৩১ মার্চ। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রদত্ত বিজ্ঞপ্তি মতে জানা যায়, ২য় দফার নির্বাচন লক্ষ্মীপুরের কোন ইউপিতে হচ্ছে না।
এতে বলা হয়েছে, ৬৮৪ ইউপিতে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ মার্চ, যাচাই-বাছাই ৫ ও ৬ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ। আর ভোটগ্রহণ হবে ৩১ মার্চ।
প্রথম দফায় ৭৩৯টি ইউপির মধ্যে লক্ষ্মীপুরের ৬টি ইউপির নির্বাচন হবে ভোট হবে আগামী ২২ মার্চ।
0Share