নিজস্ব প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রামগতি উপজেলার দুইটি এবং কমলনগর উপজেলার ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়েছে।
রামগতি:আওয়ামী লীগ: প্রার্থীরা হলেন, চরবাদাম ইউনিয়নে শাখায়াত হোসেন জসিম মিয়া ও চর পোড়াগাছা ইউনিয়নে নুরুল আমিন হাওলাদার। রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ এ তথ্য জানান।
রামগতি:বিএনপি: প্রার্থীরা হলেন, – চরবাদাম ইউনিয়ন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এহেতেশামুল হক ও চর পোড়াগাছা ইউনিয়নের মহিউদ্দিন। রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
কমলনগর:বিএনপি: কমলনগর উপজেলার ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি’র একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। প্রার্থীরা হলেন-পাটোয়ারিরহাট ইউনিয়নে-উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক জামাল উদ্দিন তালুকদার, হাজিরহাট ইউনিয়নে-ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফরহাদ হোসেন মিয়া, চর ফলকন ইউনিয়নে-ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবদুল ওদুদ হাওলাদার ও তোরাবগঞ্জ ইউনিয়নে-ইউনিয়ন যুবদলের সভাপতি মোসলেহ উদ্দিন।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে কমলনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নূরুল হুদা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
কমলনগর:আওয়ামী লীগ: কমলনগর উপজেলার ৪টি ইউনিয়নে দলীয় একক প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।প্রার্থীরা হলেন-পাটোয়ারিরহাট ইউনিয়নে-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু, হাজিরহাট ইউনিয়নে- উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নিজাম উদ্দিন, তোরাবগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ নেতা ফয়সল আহমেদ রতন ও চর ফলকন ইউনিয়নে হাজী হারুনুর রশিদ।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ২২ মার্চ প্রথম ধাপে ইউপি নির্বাচনে রামগতির ওই দুই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
0Share