নিজস্ব প্রতিনিধি: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তৃতীয় দফায় ভোট নেওয়া হবে ২৩ এপ্রিল ২০১৬। ওই দিন সারা দেশের সাথে লক্ষ্মীপুরের ৯টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত েহবে। ইউনিয়ন গুলো হচ্ছে রামগঞ্জের উপজেলার ইছাপুর, কাঞ্চনপুর, করপাড়া, লামচর। একই সময়ে রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল, দক্ষিণ চর বংশী, উত্তর চর বংশী, চর মোহনা এবং সোনাপুর ইউনিয়নে ভোট হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৭ মার্চ। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ মার্চ ও ৩০ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৬ এপ্রিল। মঙ্গলবার (১৫ মার্চ ) বিকেলে এ তফসিল ঘোষণা করা হয়।
১ম দফায় ২২ মার্চ লক্ষ্মীপুরের ৬ ইউনিয়নে ভোট হচ্ছে। ২য় দফায় লক্ষ্মীপুরের কোন ইউনিয়নের ভোট নেই।
0Share