জ্যেষ্ঠ প্রতিবেদক: শনিবার (২৩ এপ্রিল) তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রায়পুর ও রামগঞ্জে ৯টি ইউনিয়নে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এরমধ্যে রায়পুরের সোনাপুর ইউনিয়নে দুইটি ভোট কেন্দ্র স্থগিত থাকায় ফলাফল স্থগিত করা রয়েছে। দুই উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে এরআগে রায়পুরের চর মোহনা ও উত্তর চরবংশী ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীসহ সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে সবাই বিনা প্রতিদ্বদ্ধীতায় নির্বাচিত হন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী একেএম আবদুল করিম খাঁন, চন্ডিপুর ইউনিয়নে কামাল হোসেন ভূঁইয়া, লামচর ইউনিয়নে মোহাম্মদ উল্যাহ পাটওয়ারী, করপাড়া ইউনিয়নে মজিবুল হক মজিব ও ইছাপুর ইউনিয়নে শহীদ উল্যাহ।
রায়পুর উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়নে শহীদ উল্যাহ বিএসসি ও দক্ষিণ চরবংশী ইউনিয়নে আবু সালেহ মো. মিন্টু ফরাজী বেসরকারিভাবে নির্বাচিত হন। এছাড়াও,রায়পুরের উত্তর চরবংশী ইউনিয়নে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন হাওলাদার ও চর মোহনা ইউনিয়নে সফিক পাঠানসহ সব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, রায়পুরের সোনাপুর ইউনিয়নের রাখালিয়া উচ্চ বিদ্যালয় ও সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগে নির্বাচন স্থগিত করা হয়। স্থগিত দুইটি কেন্দ্রে ফের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন পাটওয়ারী।
0Share