লক্ষ্মীপুর: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে লক্ষ্মীপুর সদর ও রায়পুরে ৮টি ইউনিয়নেই আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর মধ্যে ৫ জন চেয়ারম্যান প্রার্থীর প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সেখানে চেয়ারম্যান পদে ভোট হয়নি।শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় জেলা নির্বাচন কর্মকর্তা সোহেল সামাদ বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। বিজয়ী প্রার্থীরা হলেন- সদর উপজেলার শাকচর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ তাফাজ্জল হোসেন চৌধুরী, টুমচর ইউনিয়নে সৈয়দ নুরুল আমিন ও উত্তর হামছাদী ইউনিয়নে এমরান হোসেন নান্নু (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নে শাহজাহান কামাল, বামনী ইউনিয়নে তোফাজ্জল হোসেন মুন্সি (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), রায়পুর ইউনিয়নে শফিউল আজম চৌধুরী সুমন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), চরপাতা ইউনিয়নে খোরশেদ আলম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং দক্ষিন চরআবাবিল ইউনিয়নে নাসির উদ্দিন বেপারী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, ৮টি ইউনিয়নের মধ্যে শুধুমাত্র সদরের শাকচর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ছিল। এছাড়া সদরের টুমচর ও রায়পুরের কেরোয়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী থাকায় সেখানে চেয়ারম্যান পদে ভোট হয়েছে।
0Share