প্রতিনিধি: রায়পুরে গাছ লাগান, পরিবেশ বাঁচান এ শ্লোগানে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন বিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষ রোপন ও ৫ হাজার চারা বিতরন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মোল্লার হাট উচ্চ বিদ্যালয় ভবনের সামনে গাছের চারা রোপনের মাধ্যমে কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক কাউছার হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়নর ছাত্রলীগের আহ্বায়ক ফায়সাল পাটোয়ার, ছাত্রলীগে নেতা দেলোয়ার হোসেন, সবুজ মিঝি, নুর মাহাম্মদ বাবু, ওমর ফারুক করি ও সাকিল হোসেন পিয়াসসহ সাধারণ শিক্ষার্থী এবং স্থানীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ।
ছাত্রলীগ নেতা কাউছার হোসেন বলেন, মানুষ ও প্রকৃতির মেলবন্ধন গাছ। প্রকৃতির মাঝে আমরা নিজেদের বাচাঁর উপায় খুঁজি। গাছ লাগানো এবং চারা বিতরণের মত কর্মসূচীগুলো জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিম হোসেন লোটাসের নির্দেশে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতি মধ্যে আমরা বেশ কয়েকটি স্কুলে বৃক্ষ রোপন ও ৫ হাজার রাচা বিতরণ করি।
0Share