নিজস্ব প্রতিনিধি: রামগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করা হয়েছে। শনিবার দপুরে উপজেলার নোয়াগাঁও জনকল্যান বহুমূখী উচ্চ বিদ্যালয় ও নোয়াগাঁও ইসলামীয়া আলিম মাদ্রাসা শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠানে বিনামূল্যে এ একশ বই বিতরণ করা হয়। এসময় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দলীয় নেতাকর্মী ও শিক্ষার্থীদের শপথ করানো হয়।
নোয়াগাঁও জনকল্যান বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত সম্মেলনে বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি দিপক দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ ক ম রুহুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মুকবুল হোসেন ভূঁইয়া ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এম এ মমিন পাটওয়ারী।
এসময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোস্তফা কামাল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সৈকত মাহমুদ শামছু, মোস্তফাফিজুর রহমান সুমন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাছান ফয়সাল মাল ও সাধারণ সম্পাদক মেহেদী হাছান শুভ প্রমূখ।
বক্তারা বলেছেন, ছাত্র-ছাত্রীদের পড়ালেখা করে ভালো ফলাফল অর্জন করতে হবে। দেশের কল্যানের জন্য এখন থেকে নিজেদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদকে নিজেদের অবস্থান থেকে প্রতিরোধ করতে হবে।
0Share