নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দুই ইউনিয়ন, রায়পুর উপজেলার দুই ইউনিয়নের ৩টি কেন্দ্র এবং রামগঞ্জ উপজেলার দুই ইউনিয়নের ৭টি কেন্দ্রে এবং সদর উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ চলছে। সোমবার (৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ইউনিয়ন গুলো হচ্ছে, কমলনগর উপজেলার চরলরেঞ্চ ও চরমার্টিন। রায়পুরের সোনাপুর ইউনিয়নের দুইটি ও কেরয়া ইউনিয়নের একটি এবং রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দুইটি ও ভাটরা ইউনিয়নের পাঁচটি ভোট কেন্দ্র, সদর উপজেলার চর রমনী মোহন, টুমচর এবং হাজিরপাড়া ইউনিয়ন।
0Share