রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামীলীগের উদ্যোগে ঈদ পূর্নমিলনী ও কর্মী সদস্য নবায়ন কর্মসূচী উদ্ভোধন করা হয়েছে। রোববার সন্ধায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা, পৌর ও সহযোগি সংগঠনের উদৌগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । অনারম্বর অনুষ্ঠানে ১০ ইউপি চেয়ারম্যান, আ’লীগের সভাপতি,সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং পৌরসভার ৯ টি ওয়ার্ডের আ’লীগের সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ সহযোগি সংগঠনের প্রায় ৩ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন । উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদের সভাপতিত্বে ও পৌর আ’লীগের আহবায়ক কাজি জামশেদ কবির বাকি বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ আলহ্বাজ হারুনুর রশিদ । বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা আ’লীগ সভাপতি আলহ্বাজ মিয়া মোঃ গোলাম ফারুক পিংকু, সাধারন সম্পাদক এ্যাডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়ন,রায়পুর উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার । আ’লীগ নেতা কাজি জামশেদ কবির বাকি বিল্লাহ বলেন, আমরা সকল নেতা-কর্মী ঐক্যবদ্ধ । দলকে আরো শক্তিশালি করতে নতুন সদস্য নবায়ন কমর্সূচী উদ্ধোধনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেছি । সকলের সহযোগিতা কামনা করেছি।
0Share