রায়পুর প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সমাধি স্থলে (গোপালগন্জ জেলার টুঙ্গিপাড়া) পুষ্পস্তবক অর্পন ও মাজার জেয়ারত শেষে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশি ইউনিয়ন আ’লীগ, যুব ও ছাত্রলীগ নেতাকর্মীরা দলীয় কর্মসূচীতে উজ্জীবিত হয়ে পড়েছেন । মঙ্গলবার ও বুধবার উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদারের নের্তৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী একই কালার টি’শার্ট পরিধান করে তাদের সফর সম্পুর্ণ করেন । এ সময় চরবংশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার আবুল হোসেন হাওলাদার, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মফিজুর রহমান খান ও ছাত্রলীগ নেতা খান আল মামুনসহ আ’লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এসময় টুঙ্গিপাড়ার পৌর মেয়রসহ দলীয় নেতাকর্মীরা রায়পুরের নেতা-কর্মীদের ফুল দিয়ে বরন করে নেন ও দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করান। উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার বলেন, ইউনিয়ন নেতা-কর্মীদের কথা দিয়েছিলাম নিবার্চনে জয়লাভ করতে পারলে তাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু মাজার জেয়ারত করতে টুঙ্গিপাড়ায় যাব। সে অনুযায়ী দলীয় কর্মীদের নিয়ে দু’দিনের সফল সফর করেছি। এতে নেতা-কর্মীরা উজ্জীবিত হয়ে দল ও দেশের জন্য নিবেদিত হয়ে কাজ করবে।
0Share