রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা শ্রমিকলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পৌর কমিটির সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।বৃহস্পতিবার বিকালে শহরের নতুনবাজার এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দলের সভাপতি আব্দুল খালেক পাটওয়ারী নেতা কর্মীদের উপস্থিতিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন।আব্দুল খালেক পাটওয়ারীকে কমিটির সভাপতি, মিটু চৌধুরীকে সাধারণ সম্পাদক, জাকির পাটওয়ারীকে কার্যকারী সভাপতি, কামাল হোসেন (জিএস), এনামুল হক দেওয়ান,হাসান ভূইয়া, হাজী ফিরোজ আলম, রুমান হোসেন পাটওয়ারী ও মোঃ হারুনুর রশিদকে সহ-সভাপতি, পীরজাদা মোঃ আরমান (জিএস) ও নুর রহমান লিটন মুন্সিকে যুগ্ন সাধারণ সম্পাদক, বিল্লাল হোসেনকে সাংগঠনিক সম্পাদক, ওসমান গনিকে সহ-সাংগঠনিক , তারুকুল ইসলাম রাসেলকে প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মোঃ আল-আমিনকে দপ্তর সম্পাদক কওে ৩১ সম্পাদকীয় পদসহ ৪৫ সদস্যের কমিটি ৩ বছরের জন্য উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এ দিকে পৌর কমিটির সভাপতি মোঃ আজাদ চৌধূরী নারী নির্যাতন মামলার আসামি এবং সাধারণ সম্পাদক জহির সর্দার মাদকসহ একাধিক মামলার আসামি ও তাদের কার্যক্রম নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় পৌর কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার দলের জেলা সভাপতি নুরুল হুদা বকুল কমিটি স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন।
0Share