আগামী ২৩শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সন্ধ্যা ৭টায় ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বেতারে সম্প্রচার করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোননয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর সোমবার। মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ ২২ নভেম্বর বৃহস্পতিবার এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর বৃহস্পতিবার। ২৩ ডিসেম্বর রোববার ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
0Share