বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশাল আনন্দ মিছিল বের করা হয়। রবিবার বিকেলে শহরের তমিজ মার্কেটস্থ যুবলীগের কার্যালয়ের সামনে থেকে জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ্ উদ্দিন টিপুর নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা কার্যালয়ে এসে সভায় মিলিত হয়।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লা আল নোমান। জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ, সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস প্রমুখ।
বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি।
গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রামে দেশের বৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে এটি।
0Share