লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে দলীয় মনোনয়ন পত্র নিয়েছেন দলের যুব ও ক্রিড়া বিষয়ক কেন্দ্রিয় উপ-কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী এ.কে.এম শরীফ উদ্দিন। রবিবার(১১নভেম্বর), বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় কার্যালয় থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি। এ্যাডভোকেট এ.কে.এম শরিফ উদ্দিনের বাড়ি লক্ষ্মীপুর রামগতির পৌর আলেকজান্ডারে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তিনি “ল” এবং মাস্টার্স শেষ করে ২০০৭সাল থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে নিয়োজিত আছেন। মনোনয়ন সংগ্রহের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখার লক্ষে এবং বেকার যুবকের চাকরি, নদী ভাঙা, শিক্ষা, স্বাস্থ্য, নদীতে ডাকাতি বন্ধ, মেহনতি মানুষের খেদমত করার জন্য খাদেম হিসাবে কাজ করার লক্ষে সকলের দোয়া চাই। দলের সিদ্ধান্ত অনুযায়ী নৌকা প্রতিককে জয় করার জন্য সবাইকে নিয়ে কাজ করবো।
0Share