নির্বাচনের তারিখ সাত দিন পেছানোর পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব নির্ধারিত তারিখ ২৩ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ হবে। নতুন তারিখ অনুযায়ী প্রার্থীরা ২৮ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। বিভিন্ন রাজনৈতিক দল ও জোট মনোনয়ন ফরম বিক্রিসহ যাবতীয় প্রস্তুতি নিচ্ছে। ফলে সব মিলে প্রস্তুত হচ্ছে নির্বাচনী পরিবেশ।
সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি আসন রয়েছে। সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের জন্য যে ভোটার তালিকা তৈরি করা হয় তাতে মোট ভোটার ১২ লাখ ৩৩ হাজার ১৬৪ জন। যার মধ্যে নারী ভোটার ৬ লাখ ৯ হাজার ৬৭৭ জন এবং পুরুষ ভোটার ৬ লাখ ২৩ হাজার ৪৮৭ জন।
২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিলেন ১০ লাখ ৫১ হাজার ৫২২ জন। এর মধ্যে নারী ভোটার ছিলো ৫ লাখ ৩১ হাজার ৯২জন। পুরুষ ভোটার ছিলো ৫ লাখ ২০ হাজার ৪৩০ জন। আসন ভিত্তিক ভোটার হচ্ছে:
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে:
মোট ভোটার ২ লাখ ১৯ হাজার ৪৮১জন। পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ৭০২ জন। নারী ভোটার ১ লাখ ৮ হাজার ৭৭৯।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও লক্ষ্মীপুর সদরের আংশিক) আসনে:
মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ২২৩ জন। পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ২১৭জন।
লক্ষ্মীপুর-৩ ( লক্ষ্মীপুর সদর) আসনে:
মোট ভোটার ৩ লাখ ৩০ হাজার ৬১৩জন। পুরুষ ভোটার ১লাখ ৬৮ হাজার ২১৩ জন এবং নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৪০০ জন।
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে:
মোট ভোটার ৩ লাখ ১০ হাজার ৮৪৭ জন। পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৫৬৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ২৮১ জন।
২০১৩ সালে জেলায় মোট ভোটার ছিল ১০ লাখ ৫১ হাজার ৫শ ৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিল পাঁচ লাখ ২০ হাজার ৪শ ৫২ জন। নারী ভোটার ছিল পাঁচ লাখ ৩১ হাজার ১শ ৩১ জন।
0Share