দেশে বর্তমানে ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট ও বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটভুক্ত দলের সংখ্যাই বেশি। এই নিবন্ধনের বাইরেও অনেক দল আছে, যারা সক্রিয় এবং নিয়মিত রাজনৈতিক কার্যক্রমে জড়িত।
বর্তমান আইন অনুযায়ী একটি রাজনৈতিক দলের নিবন্ধন নিতে ২২টি জেলা কমিটি এবং ১০০টি উপজেলা কমিটি থাকতে হয়। আবার শুধু কমিটি থাকলে হবে না, সংশ্লিষ্ট জেলা-উপজেলায় দলের অফিস থাকতে হবে এবং উপজেলা পর্যায়ের কমিটিতে অন্যূন ২০০ সদস্য থাকতে হবে।
বাংলাদেশে প্রধানত দ্বিদলীয় শাসনব্যবস্থা বিরাজমান, যার অর্থ হলও দুই দলের বাইরে অন্য কোনো দলের নামে নির্বাচনে জেতা কারো পক্ষে অত্যন্ত কঠিন। এখানে দুদলই পালাক্রমে দেশ শাসন করে থাকে। এছাড়া এখানে অনেকগুলো দল মিলে জোট করার ব্যাপার লক্ষ্যণীয়।
বাংলাদেশের আলোচিত রাজনৈতিক জোটগুলো হচ্ছে:
- চৌদ্দ দলীয় জোট
- বিশ দলীয় জোট
- জাতীয় ঐক্যফ্রন্ট
- সম্মিলিত জাতীয় জোট
- যুক্তফ্রন্ট
- বাম গণতান্ত্রিক জোট
- দেশে বর্তমানে ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দল ও তাদের দলীয় প্রতীক হচ্ছে::::;
নং | দলের নাম | দলীয় প্রধান | প্রতীক |
১ | বাংলাদেশ আওয়ামী লীগ | শেখ হাসিনা | নৌকা |
২ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বি.এন.পি | বেগম খালেদা জিয়া | ধানের শীষ |
৩ | জাতীয় পার্টি | আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ | লাঙ্গল |
৪ | ইসলামী ঐক্য জোট | মাওলানা মোঃ আবদুল লতিফ নেজামী | মিনার |
৫ | জাতীয় পার্টি-জেপি | আনোয়ার হোসেন মঞ্জু | বাইসাইকেল |
৬ | বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) | মিঃ দিলীপ বড়ুয়া | চাকা |
৭ | বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি | মুজাহিদুল ইসলাম সেলিম | কাস্তে |
৮ | বাংলাদেশ ইসলামী ফ্রন্ট | আল্লামা আলহাজ্ব এম.এ মান্নান | মোমবাতি |
৯ | লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এল.ডি.পি | অলি আহমদ, বীর বিক্রম | ছাতা |
১০ | বাংলাদেশ খেলাফত আন্দোলন | হযরত মাওলানা হাফেজ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী রহ | বটগাছ |
১১ | বাংলাদেশ মুসলিম লীগ | বেগম জুবেদা কাদের চৌধুরী | হারিকেন |
১২ | বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি | মিসেস আমিনা আহমেদ | কুঁড়েঘর |
১৩ | বাংলাদেশ সমাজতান্ত্রিক দল | কমরেড খালেকুজ্জামান | মই |
১৪ | জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি | আ স ম আবদুর রব | তারা |
১৫ | বাংলাদেশi ওয়ার্কার্স পার্টি | কমরেড রাশেদ খান মেনন | হাতুড়ী |
১৬ | গণফোরাম | ড. কামাল হোসেন | উদীয়মান সূর্য |
১৭ | গণতন্ত্রী পার্টি | ব্যারিষ্টার মোঃ আরশ আলী | কবুতর |
১৮ | জাকের পার্টি | মোস্তফা আমীর ফয়সল | গোলাপ ফুল |
১৯ | জাতীয় গণতান্ত্রিক পার্টি | অধ্যাপিকা রেহানা প্রধান | হুক্কা |
২০ | জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ | হাসানুল হক ইনু | মশাল |
২১ | কৃষক শ্রমিক জনতা লীগ | বঙ্গবীর কাদের সিদ্দিকী | গামছা |
২২ | বিকল্পধারা বাংলাদেশ | অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী | কুলা |
২৩ | বাংলাদেশ কল্যাণ পার্টি | মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীর প্রতীক | হাতঘড়ি |
২৪ | ইসলামী আন্দোলন বাংলাদেশ | মাও: সৈয়দ মো: রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই | হাতপাখা |
২৫ | ন্যাশনাল পিপলস পার্টি | শেখ ছালাউদ্দিন ছালু | আম |
২৬ | বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি | ব্যরিষ্টার আন্দালিভ রহমান | গরুরগাড়ী |
২৭ | বাংলাদেশ তরিকত ফেডারেশন | আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারী | ফুলের মালা |
২৮ | গণফ্রন্ট | মোঃ জাকির হোসেন | মাছ |
২৯ | প্রগতিশীল গণতান্ত্রিক দল | ড. ফেরদৌস আহমেদ কোরেশী | বাঘ |
৩০ | বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি – বাংলাদেশ ন্যাপ | জেবেল রহমান গাণি | গাভী |
৩১ | ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ | সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী | চেয়ার |
৩২ | বাংলাদেশ খেলাফত মজলিস | প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান | রিক্সা |
৩৩ | বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি | সাইফুল হক | কোদাল |
৩৪ | খেলাফত মজলিস | মাওলানা মোহাম্মদ ইসহাক | দেওয়াল ঘড়ি |
৩৫ | জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ | হযরত মাওলানা শায়খ আব্দুল মোমিন | খেজুরগাছ |
৩৬ | বাংলাদেশ ন্যাশনালিস্ট- ফ্রন্টবিএনএফ | আবুল কালাম আজাদ | টেলিভিশন |
৩৭ | বাংলাদেশ জাতীয় পার্টি | প্রফেসর তাসমিনা মতিন | কাঁঠাল |
৩৮ | বাংলাদেশ মুসলিম লীগ-বি.এম.এল | জনাব এ.এইচ.এম. কামরুজ্জামান খান | হাত (পাঞ্জা) |
৩৯ | বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) | জনাব আব্দুর রাজ্জাক মুল্লাহ্ রাজু শিকদার | ছড়ি |
0Share