একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের দুই হেভিওয়েট প্রার্থী বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। রোববার মনোনয়নপত্র যাছাই-বাচাই শেষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
মেজর (অব.) মান্নান সাবেক মন্ত্রী ও ২০০৮ সালের নির্বাচনে এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী। অন্যদিকে আ স ম আবদুর রব এ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ছিলেন।
এবারের নির্বাচনে আ স ম রব জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী এবং মেজর (অব.) আবদুল মান্নান মহাজোট থেকে মনোনয়ন পেতে লবিং করছেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন দলের ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে আ স ম রব, মেজর (অব.) মান্নান ও বর্তামন সাংসদ মোহাম্মদ আব্দুল্লাহসহ আটজনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
বিদ্যুৎ বিল বকেয়া সংক্রান্ত একটি বিষয়ে মেজর (অব.) মান্নানের মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে প্রতিপক্ষ আপত্তি দিলেও তা গ্রহণ করার মতো না হওয়ায় কর্তৃপক্ষ তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
0Share