আগামীকাল (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এর একদিন আগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহন চলাচল কমে গেছে। (২৯ ডিসেম্বর) সকাল থেকে খুবই কম সংখ্যক ব্যক্তিগত গাড়ি চলতে দেখা যাচ্ছে। সেই সঙ্গে গণপরিবহনের সংখ্যাও কমে গেছে। এমনকি, রিকশা চলাচল তুলনামূলকভাবে অনেক কম ছিল।
ভোটকে সামনে রেখে শুক্রবার দিবাগত মধ্যরাত (রাত ১২টা) থেকে ১ জানুয়ারি দিবাগত মধ্যরাত (রাত ১২টা) পর্যন্ত মোট চারদিন সারাদেশে মোটরসাইকেল চালানোয় নিষেধাজ্ঞা রয়েছে। তবে ইসির স্টিকার লাগানো মোটরসাইকেল এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত থাকবে।
আজ লক্ষ্মীপুরের উপজেলা সড়ককে মোটরসাইকেল আরোহীসহ বিভিন্ন যানবাহন থামিয়ে বাইকের কাগজপত্র তল্লাশি করতে দেখা যায়। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ বিভিন্ন জেলার কর্মস্থল থেকে নিজ নিজ এলাকায় চলে এসেছেন। এছাড়াও, ব্যক্তিগত গাড়ির মালিকরাও তাদের গাড়ি তেমন বের করছেন না।
0Share