একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের জন্য অপেক্ষায় আছেন লক্ষ্মীপুর জেলাবাসী। লক্ষ্মীপুরের ৪ টি আসনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। নির্বাচনী প্রচারণা শেষ হওয়ায় জেলাজুড়ে শান্ত পরিবেশ বিরাজ করছে। রবিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। শেষ হবে বিকেল ৪টায়।
লক্ষ্মীপুরের চারটি আসনে এবার ৪৪৬টি ভোট কেন্দ্রে ১২ লাখ ৩৩ হাজার ১৬৪ জন ভোটাধিকার প্রয়োগ করার জন্য সব প্রস্ততি সম্পন্ন করা হয়েছে।
শনিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটের সরঞ্জামাদি বিতরণ শেষ হয়েছে বলে জেলা রিটার্নিং কার্যালয় থেকে জানানো হয়েছে।
জানা গেছে, লক্ষ্মীপুরের চারটি আসনে এবার ভোটার সংখ্যা ১২ লাখ ৩৩ হাজার ১৬৪ জন এবং ভোট কেন্দ্র ৪৪৬টি।
আসন ভিত্তিক ভোট কেন্দ্রের তালিকা থেকে দেখা যায়, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ভোটকেন্দ্র ৮৫টি, ভোটকক্ষ ৪৬২টি।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে ভোটকেন্দ্র ১৩১টি, ভোটকক্ষ ৭৬৬টি।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ভোটকেন্দ্র ১১৫টি, ভোট কক্ষ ৬৭০টি।
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ভোটকেন্দ্র ১১৫টি, ভোটকক্ষ ৪৪৭টি।
লক্ষ্মীপুরের চারটি আসনে ২ হাজার ৫৪৫টি ভোট কক্ষের মধ্যে ১৪০টি অস্থায়ী ভোটকক্ষ রয়েছে। তবে অস্থায়ী কোনো ভোট কেন্দ্র নেই।
২০১৪ সালের ৫ জানুয়ারি এখানে ভোটার ছিল ১০ লাখ ৫১ হাজার ৫২২ জন এবং ভোট কেন্দ্র ছিল ৪২১টি। দশম সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরে ভোটকক্ষ ছিল ২ হাজার ৩৩৬টি। এবার ভোট কক্ষ বেড়ে হয়েছে ২ হাজার ৫৪৫টি।
লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয় থেকে প্রাপ্ত একাদশ সংসদ নির্বাচন ২০১৮-এর চূড়ান্ত ভোটার ও ভোট কেন্দ্রের তালিকা থেকে এসব তথ্য জানা গেছে।
0Share