একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-২৭৫ লক্ষ্মীপুর-২ (রায়পুর এবং সদর অংশ) আসনে আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্রপ্রার্থী মোহাম্মদ শহিদ ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আপেল প্রতীকে ২ লাখ ৮৩ হাজার ৭৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন শহিদ ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবুল খায়ের ভূঁইয়া ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৬৫ ভোট।
লক্ষ্মীপুর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রোববার (৩০ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ খবর নিশ্চিত করা হয়েছে।
এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ২২৩ জন। নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ২১৭ আর পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ৬ জন। আসটিতে ১টি পৌরসভা ও ১৯টি ইউনিয়নে ১৩১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।
লক্ষ্মীপুর-২ আসনে মহাজোটের লাঙল প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ নোমান মাঝ পথে এসে নির্বাচন থেকে সরে দাঁড়ান। পরে স্বতন্ত্রপ্রার্থী মোহাম্মদ শহিদ ইসলামকে আওয়ামী লীগ সমর্থন দেয়।
এ আসনে অন্য প্রার্থীরা যত ভোট পেলেন:
এ আসনে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহজাহান পাটওয়ারী-৩৩৮৮, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের হেলাল উদ্দিন-১১০৫,মহাজোটের লাঙল প্রতীকের প্রার্থী মোহাম্মদ নোমান-৮২০, হারিকেন প্রতীকে বাংলাদেশ মুসলিম লীগের শেখ ফায়েজ উল্লাহ শিপন-১১৩৪, স্বতন্ত্র প্রার্থী সিংহ প্রতীকে আবুল ফয়েজ ভূঁইয়া টিটু-০।
মনোনয়ন প্রত্যাহার করেন যারা: কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ , এম এ ইউছুফ (জেএসডি), সৈয়দ বেলায়েত হোসেন বেলাল (জেএসডি), রুহুল আমিন ভূঁইয়া (স্বতন্ত্র), শাহ আহমদ বাদল (বিকল্পধারা)।
আরো যারা মনোনয়ন জমা দেন: জেএসডির এম এ ইউছুফ ।
0Share