একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-২৭৭ লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে মহাজোটের প্রার্থী বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান (নৌকা) পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৯০৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব (ধানের শীষ) ৪০ হাজার ৯৭৩ ভোট পেয়েছেন। রোববার (৩০ ডিসেম্বর) রাত ৯ টার দিকে লক্ষ্মীপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এ আসনে অন্য প্রার্থীরা যত ভোট পেলেন:
এ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির কাঁঠাল প্রতীকে আবদুর রাজ্জাক চৌধুরী-৩৫১, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) মই প্রতীকে মিলন কৃষ্ণ মণ্ডল-৫৮৭, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) তারা প্রতীকে তানিয়া রব-১৫৯ এবং হাতপাখা প্রতীক নিয়ে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শফিকুল ইসলাম-৩৬৩৭।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৮৪২। এর মধ্যে ১ লাখ ৫৭ হাজার ৫৭৭ জন পুরুষ ভোটার ও ১ লাখ ৫৩ হাজার ২৬৫ জন মহিলা ভোটার রয়েছেন। রামগতি উপজেলায় ১ লাখ ৬৬ হাজার ৬৬ ও কমলনগরে ১ লাখ ৪৪ হাজার ৭৭৬ ভোটার। মোট কেন্দ্রের সংখ্যা ১১৫ টি।
মনোনয়ন প্রত্যাহার করেন যারা:মোহাম্মদ আব্দুল্লাহ (আওয়ামী লীগ) ও মাহমুদা বেগম (স্বতন্ত্র)
লক্ষ্মীপুর-৩: কোন প্রার্থী কত ভোট পেলেন
0Share