আসন্ন নির্বাচনে লক্ষ্মীপুরের ৫ উপজেলায় নৌকার টিকেট নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে চায় ৩৩ জন। ২৯ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি এ তিনদিন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ দিন বৃহস্পতিবার (৩১জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভার আয়োজন করা হয়। এতে দলের সিদ্ধান্ত মেনে নেয়ার শপথ নেন ৯ চেয়ারম্যান প্রার্থী।
এরআগে ৩০ জানুয়ারি দলের সিদ্ধান্ত মেনে নেয়ার শপথ নেন কমলনগরে ১৩জন এবং রামগতিতে ৪জন চেয়ারম্যান প্রার্থী।
অন্যদিকে ২৯ জানুয়ারি দলের সিদ্ধান্ত মেনে নেয়ার শপথ নেন রামগঞ্জে ৫জন এবং রায়পুরে ৬জন চেয়ারম্যান প্রার্থী।
২৯ জানুয়ারির থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত তিনদিন প্রার্থী বাছাই করতে লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলায় তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভা করে আওয়ামী লীগ।
এ সভাগুলোতে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আয়োজিত সভাগুলোতে অতিথি ও বক্তারা বলেন, বিগত দিনে রাজনীতি করতে গিয়ে অনেকেই ত্যাগ শিকার করেছেন। দলের দুর্দিনের নেতাকর্মীদের পাশে ছিলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীতার এমন ৩ জনের নাম জন্য কেন্দ্রে পাঠানো হবে। দল যাকেই মনোনয়ন দেবে সবাই ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করতে হবে।
সদর উপজেলা:
সদর উপজেলা পরিষদের চেয়রাম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছে তথ্য দিয়েছেন, বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন বকুল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য শামছুল ইসলাম পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক শেখ জামান রিপন, আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন বাবর, দেলোয়ার হোসেন ও মোহাম্মদ রাছেল।
কমলনগর উপজেলা
কমলনগর উপজেলা পরিষদের চেয়রাম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছে তথ্য দিয়েছেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চর লরেন্স ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম নুরুল আমিন মাস্টার, সহ-সভাপতি হাজিরহাট ইউপির চেয়ারম্যান নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক পাটারিরহাট ইউপির চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল আমিন রাজু, কমলনগর উপজেলা ১৪ দলীয় জোটের সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক, সহ-সভাপতি রেবেকা মহসিন, আওয়ামী লীগ নেতা পাটারিরহাট ইউপির সাবেক চেয়ারম্যান রাশেদ বিল্লাহ আলমগীর, সাহেবেরহাট ইউপির চেয়ারম্যান আবুল খায়ের, চর ফলকন ইউপির চেয়ারম্যান হারুনুর রশিদ, তোরাবগঞ্জ ইউপির চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন, চর কাদিরা ইউপির সাবেক চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজন রাজু, জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন বাঘা, কমলনগর উপজেলা যুবলীগের সভাপতি মেজবাহ উদ্দিন বাপ্পি।
রামগতি উপজেলা
রামগতি উপজেলা পরিষদের চেয়রাম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছে তথ্য দিয়েছেন, বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ, রামগতি পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা আজাদ উদ্দিন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল ও উপজেলা যুব লীগের সভাপতি মেজবাহ উদ্দিন হেলাল।
রায়পুর উপজেলা
রায়পুর উপজেলা পরিষদের চেয়রাম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছে তথ্য দিয়েছেন, অধ্যক্ষ মামুনুর রশিদ, মাস্টার আলতাফ হোসেন হাওলাদার, রফিকুল হায়দার বাবুল পাঠান, এডভোকেট মিজানুর রহমান মুন্সি, মঞ্জুর হোসেন সুমন, বায়েজিদ ভূঁইয়া।
রামগঞ্জ উপজেলা
রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়রাম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছে তথ্য দিয়েছেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আ.ক.ম রুহুল আমিন, ভাদুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জাহিদ হোসেন ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হোসেন রানা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সহিদ উল্যা।
0Share