উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী নিয়ে লক্ষ্মীপুরের কমলনগরে ধোঁয়াশা তৈরি হয়েছে। চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন ঘোষণার ২ দিন পর আরেক প্রার্থী নিজকে আওয়ামীলীগের প্রার্থী ঘোষণা দেয়ায় এ ধোঁয়াশা তৈরি হয়। মঙ্গলবার ( ২৬ ফেব্রুয়ারি) মনোনয়ন জমা দেয়ার শেষ দিন দু প্রার্থীই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজদের মনোনয়ন পত্র জমা দেন।
জানা যায়, তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের জন্য শনিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে চেয়ারম্যান পদে আওয়ামীলগের মনোনয়ন ঘোষণার বিজ্ঞপ্তিতে দেশের ১২৭ উপজেলার সাথে এ উপজেলায় মনোনয়ন পান উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা একেএম নুরুল আমিন মাস্টার। পরে প্রধানমন্ত্রীর স্পষ্ট স্বাক্ষর যুক্ত মনোনয়ন ফরম তার হাতে তুলে দেয়া হয়।
উপজেলা চেয়ারম্যান পদে চুড়ান্ত লড়াইয়ের জন্য ২৫ ফেব্রুয়ারি তারিখে তিনি চর লরেঞ্চ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে সাময়িক অব্যাহতি নিয়ে সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দায়িত্ব বুঝে দেন।
কিন্তু সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সামাজিক মাধ্যমে ফেসবুক ব্যবহারকারিদের বিভিন্ন প্রোফাইলে উপজেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক রেবেকা বেগমের নামে আওয়ামীলীগের মনোনয়ন ফরম প্রাপ্তির খবর প্রকাশিত হয়।
রেবেকা বেগমের মনোনয়ন ফরমে প্রধানমন্ত্রীর ঘষামাজা স্বাক্ষর রয়েছে। যেখানে শেখ হাসিনা শব্দের আগের অন্য আরেকটি শব্দ কেটে দেয়া হয়েছে, কেটে দেয়া শব্দটি দেখতে বেগম মনে হয়। এ নিয়ে পুরো উপজেলায় বির্তক তৈরি হয়েছে।
কমলনগরে আওয়ামীলীগের মনোয়ন কে পেয়েছে এ বিষয়টি স্পষ্ট করার জন্য কমলনগর উপজেলা আওয়ামীলীগসহ সর্বস্তরের জনগণ প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের বিশেষ হস্তক্ষেপ আশা করছেন।
0Share