লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন। যাচ্ছেন পাড়া-মহল্লায়, হাট-বাজার ও গ্রামগঞ্জে। ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। দোয়া ও ভোট চাইছেন, দিচ্ছেন প্রতিশ্রুতি।
কমলনগর উপজেলা যুবলীগের সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়ন বাচাইয়ের পরের দিন থেকে তিনি গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
দলমতের উর্ধ্বে উঠে যোগ্য প্রার্থী হিসাবে নিজের জন্য দোয়া ও ভোট চান তিনি। উপস্থিত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তার আহ্বানে হাত তোলে সাড়া দেন।বাপ্পী বলেন, কমলনগরের উন্নয়ন অগ্রগতির জন্য ভোটে অংশ নিয়েছি। তিনি আশাবাদী তরুন প্রজন্ম, নারী-পুরুষ সবাই তাকে ভোট দিয়ে বিজয়ী করবে। নির্বাচিত হয়ে সবার জন্য নিবেদিত হয়ে কাজ করবেন তিনি।
0Share