লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা একেএম নুরুল আমিন মাস্টার। সোমবার (৪ মার্চ) দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি আনুষ্ঠানিক এ প্রচারণায় শুরু করেন।
এদিন তিনি পুরো কমলনগর জুড়ে গণসংযোগ করে বিভিন্ন পথ সভায় সংক্ষিপ্ত বক্তব্য ও রাখেন। গণসংযোগ কালে তার বহরে কমলনগর উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় তোরাবগঞ্জ বাজারে তার নিজস্ব কার্যালয়ের সামনে এসে প্রচারণা শেষ হয়।
আগামী ৭ মার্চ প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ এবং প্রতীক বরাদ্ধ ৮ মার্চ, ভোট গ্রহণের কথা রয়েছে ২৪ মার্চ রবিবার।
জানা যায়, তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের জন্য শনিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে চেয়ারম্যান পদে আওয়ামীলগের মনোনয়ন ঘোষণার বিজ্ঞপ্তিতে দেশের ১২৭ উপজেলার সাথে এ উপজেলায় মনোনয়ন পান উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওমুক্তিযোদ্ধা একেএম নুরুল আমিন মাস্টার। পরে প্রধানমন্ত্রীর স্পষ্ট স্বাক্ষর যুক্তমনোনয়ন ফরম তার হাতে তুলে দেয়া হয়।
কিন্তু সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সামাজিক মাধ্যমে ফেসবুক ব্যবহারকারিদের বিভিন্ন প্রোফাইলে উপজেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক রেবেকা বেগমেরনামে আওয়ামীলীগের মনোনয়ন ফরম প্রাপ্তির খবর প্রকাশিত হয়। এ নিয়ে উপজেলা জুড়ে বির্তক তৈরি হয়।
পরে (২৫ ফেব্রুয়ারি) তারিখে আবার একেএম নুরুল আমিন মাস্টারকে কমলনগর উপজেলা আওয়ামীলীগের চুড়ান্ত প্রার্থী হিসেবে আরো একটি চিঠি পাঠানো হয়। যেটা উপজেলা ও জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ফলে কমলনগর উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে নুরুল আমিন মাস্টার দলীয় প্রচারণা শুরু করেছেন বলে জানা গেছে।
0Share