লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার (৮ মার্চ) দুপুরে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুজ্জামান ভুঁইয়া তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। প্রার্থী দের মধ্যে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু পেয়েছেন (দোয়াত কলম) প্রতীক।
অন্যদের মাঝে আবুল কাশেম চৌধুরী (নৌকা), মহি উদ্দিন বকুল (কাপ পিরিচ) এবং ওয়াহিদুর রহমান (আনারস) প্রতীক বরাদ্দ পান।
স্থানীয় ভাবে জানা যায়, এবার লক্ষ্মীপুরের ৫টি উপজেলার মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাচন জেলারবাসীর মাঝে ভিন্ন আগ্রহ সৃষ্টি করেছে। সালাহ উদ্দিন টিপু এর আগে ২০১৪ সালের নির্বাচনেও দোয়াত কলম প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করেন।
0Share