লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী একেএম সালাহ্ উদ্দিন টিপু’র দোয়াত কলম প্রতীকের সমর্থনে যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ মার্চ) দুপুরে সদরের পৌর নছির আহম্মদ ভূঁইয়া মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা পূর্ব, পশ্চিম ও পৌর যুবলীগের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ্ আল নোমান।
সদর উপজেলা (পশ্চিম) যুবলীগের আহ্বায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটুর সভাপতিত্বে ও পৌর যুবলীগের আহ্বায়ক আল আমিন ভূঁইয়ার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সদর পশ্চিম যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক মাহবুব, যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন, সদর উপজেলা (পূর্ব) যুবলীগের আহবায়ক আমির হোসেন আমু, যুগ্ম আহবায়ক রূপম হওলাদার, রেজাউল করিম জেনি, মমিন উল্যা সবুজ, জসিম উদ্দিন, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন হ্যামেল, মিজানুর রহমান মিজান, ছগির আহম্মদ ইমন পাটোয়ারীসহ সদর উপজেলা ২১টি ইউনিয়নের যুবলীগের নেতা-কর্মীবৃন্দ।
0Share