তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের বাকি আর মাত্র দুদিন। লক্ষ্মীপুরের ৫ উপজেলায়ই প্রার্থীরা বৃহস্পতিবার পর্যন্ত প্রচার প্রচারণা চালিয়েছেন। কিন্তু ভোটের ২ দিন আগে অনেক প্রার্থীর নিকট ভোটার উপস্থিতি নিয়ে শংকা বা টেনশন কাজ করছে।
কয়েকজন প্রার্থী জানান, দেশে উপজেলা পরিষদে সদ্য অনুষ্ঠিত দুই পর্বের নির্বাচনে ভোটারদের কম অনুপস্থিতির চিত্র ছিল কম।
অনুষ্ঠিত দুই ধাপের ভোটের তুলনামূলক চিত্র দেখা গেছে, গত সোমবার দ্বিতীয় ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে ৪১ শতাংশ ভোট পড়েছে, যা প্রথম ধাপের চেয়ে কম। গত ১০ মার্চ প্রথম ধাপে চেয়ারম্যান পদে গড়ে ৪৩.৩২ শতাংশ ভোট পড়েছিল।
লক্ষ্মীপুর জেলায় রোববার (২৪ মার্চ) তৃতীয় ধাপে শতাধিক উপজেলায় ভোট হওয়ার কথা রয়েছে।
প্রার্থীদের টেনশনের মূল কারণ হচ্ছে এক সময়ে বিএনপির ঘাটি বলে পরিচিত লক্ষ্মীপুর জেলায় প্রথম বারের মতো বিএনপি বিহীন নির্বাচন হচ্ছে যাতে ভোটাররা এ ভোটকে কোন চোখে দেখছে তা দেখার বিষয়। তবে প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ভোটের আশ্বাস দেয়া হয়েছে।
অন্যদিকে ভোটারদের ভোটকেন্দ্রে হাজির করাকেই আওয়ামী লীগের প্রার্থীরা চ্যালেঞ্জ মনে করছে।
জেলার ৫টি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিপক্ষে আওয়ামী লীগের লোকজনই লড়ছেন। চেয়ারম্যান পদে ১৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৯ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে রামগঞ্জ উপজেলায় চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ।
উপজেলা চেয়ারম্যান পদে লড়ছেন যারা:
লক্ষ্মীপুর সদরে আওয়ামী লীগ থেকে মনোনীত নৌকা প্রতিকে প্রার্থিতা করছেন আবুল কাশেম চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে দোয়াত কলম প্রতীকে লড়ছেন বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু। এছাড়াও আরো লড়ছেন আওয়ামী লীগ নেতা মহি উদ্দিন বকুল কাপ পিরিচ নিয়ে।
রায়পুর উপজেলা পরিষদ নির্বাচন আওয়ামী লীগের নৌকা প্রতীকে অধ্যক্ষ মামুনুর রশিদ। প্রতিদ্বন্দ্বী হিসেবে মোটরসাইকেল প্রতীকে লড়ছেন বর্তমান চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার।
রামগতিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকে লড়ছেন বর্তমান চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ। তার বিরোধী হিসেবে লড়ছেন শরাফ উদ্দিন আজাদ কাপ পিরিচ ও মোহাম্মদ হারুনুর রশিদ মোল্লা আনারস প্রতীকে।
কমলনগরে নৌকা প্রতীকে লড়ছেন আওয়ামী লীগ নেতা নুরুল আমিন মাস্টার। তার বিদ্রোহী হিসেবে প্রার্থিতা করছেন মেজবাহ উদ্দিন আহমদ বাপ্পি দোয়াত কলম, আব্দুর রাজ্জাক চৌধুরী ঘোড়া, নুরুল আমিন মোটরসাইকেল, আব্দুর রহমান হেলিকপ্টার, মো. আহসান উল্লাহ আনারস ও আনোয়ারুল হক কাপ পিরিচ প্রতীকে।
0Share