পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে লক্ষ্মীপুরের ৫ উপজেলায় নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বড় রকমে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটের ফলাফলে দেখা যায় লক্ষ্মীপুর জেলার ৩টি উপজেলায় দলীয় প্রতীকবিহীন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতারা জয়ী হয়েছেন। ২টি উপজেলায় নৌকা প্রতীক জয়ী হয়েছে।
রামগঞ্জ উপজেলা:
রামগঞ্জে নৌকা প্রতীকে আওয়ামীলীগ নেতা মনির হোসেন চৌধুরী ৮৭২৭০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী এনপিপি’ নেতা সিরাজ মিয়া আম প্রতীকে পেয়েছেন ২৩৭০ ভোট।
লক্ষ্মীপুর সদর উপজেলা:
লক্ষ্মীপুর সদর উপজেলায় জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাউদ্দিন টিপু ৫১২৯৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী নৌকা প্রতীকের আবুল কাশেম চৌধুরী পেয়েছেন ৩৯০৯৪ ভোট।
কমলনগর উপজেলা:
কমলনগরে উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন বাপ্পী ১৪৫৫৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী নৌকা প্রতীকের মাস্টার একেএম নুরুল আমিন পেয়েছেন ১২৩৪৬ ভোট।
রায়পুর উপজেলা:
রায়পুর উপজেলায় নৌকা প্রতীকে অধ্যক্ষ মামুনুর রশিদ ৩৬৯৪৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোটরসেইকেল প্রতীকে মাস্টার আলতাফ হোসেন হাওলাদার পেয়েছেন ২৬২১৯ ভোট।
রামগতি উপজেলা:
রামগতি উপজেলায় কাপ পিরিচ প্রতীকে শরাফ উদ্দিন আজাদ ২১২৭৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী নৌকা প্রতীকে বর্তমান চেয়ারম্যান আবদুল ওয়াহেদ পেয়েছেন ১৬৪২৮ ভোট।
0Share