লক্ষ্মীপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- আগামী ৩০ এপ্রিলের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
জানা গেছে, ২০০৯ সালের ২১ নভেম্বর কাউন্সিলে সভাপতি আবুল খায়ের ভূইয়া, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসিবুর রহমান নির্বাচিত হন। কমিটি গঠনের পর জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের দ্বন্দ্বে পুরো জেলা বিএনপি স্থবির হয়ে পড়ে। কেন্দ্র থেকে নানা সময়ে হস্তক্ষেপ করেও কোন্দলকে নিরসন করা যায়নি।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে লক্ষ্মীপুর জেলা নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপি হাইকমান্ড। ওই বৈঠকে লক্ষ্মীপুর জেলা কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।
0Share