বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র লক্ষ্মীপুর জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে মাত্র দুদিন আগে। এর মাঝেই লক্ষ্মীপুর জেলা বিএনপির পরবর্তী নেতৃত্ব নিয়ে বিএনপির মাঝে নানা কানাঘুষা চলছে। লক্ষ্মীপুর জেলা বিএনপির পরবর্তী নেতৃত্ব কে দিবে এ তালিকায় অনেকের নামের সাথে জোরালো উচ্চারিত হচ্ছে জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক এড.ছৈয়দ মোঃ ফখরুল আলম নাহিদের কথা। বিগত দিনে তিনি বিএনপি’র রাজনীতে ত্যাগী ও পরিশ্রমি নেতা হিসেবে সবার দৃষ্টি কেড়েছেন।
বিগত দিনে তিনি দলের ভাবমুর্তি রক্ষায় সব সময় নিজ দায়িত্বে কাজ করেছেন। দলের সকল কার্যক্রম সবার সাথে পালন করেছেন। এড.ফখরুল আলম নাহিদ বলেন, দীর্ঘদিন দল ক্ষমতার বাহিরে থাকায় সবসময় দলের কার্যক্রম সবার সাথে পালন করেছি। দল বিরোধী কোন কার্যক্রমে নিজেকে জড়ায়নি। সব সময় চিন্তা-চেতনায় কেন্দ্রীয় সিন্ধান্তে আন্দোলনের করেছি। ছাত্র রাজনীতি থেকে জাতীয়তাবাদের রাজনীতি করি। দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি। দল ও দলের বাহিরে দলমতের উর্ধে কাজ করেছি। এড. নাহিদ ১৯৮৯ সালে লক্ষীপুর শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক, ১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য, ১৯৯৪ সালে বিশ্ববিদ্যালয় আর এ এফ রহমান হলের সম্পাদক, ১৯৯৬ সালে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য, ১৯৯৭ সালে কেন্দ্রীয় ছাত্রদলের সদস্যের দায়িত্বে ছিলেন। তিনি বর্তমানে জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি বর্তমানে জেলা জজ কোর্টে আইন পেশায় জড়িত রয়েছেন। প্রসঙ্গত, গত ৯ এপ্রিল দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জেলা বিএনপি’ বর্তমান কমিটি বিলুপ্তি ও আগামী ৩০ এপ্রিলের মধ্যে জেলা বিএনপি’র নতুন কমিটি ঘোষনা করবেন।
0Share