লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকালকিনি ও সাহেবেরহাট ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন স্থগিত করা হয়েছে। নদীভাঙন কবলিত এ ইউনিয়ন দু’টির সীমানা পুননির্ধারণ (ওয়ার্ড বিভাজন) না হওয়ায় নির্বাচন কমিশন এ নির্বাচন স্থগিত করেন। রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামি ১৭ জুলাই এ দুটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তিনি আরো জানান নির্বাচন কমিশন সচিবালয়ের ২০ জনু তারিখের পত্রের প্রেক্ষিতে নির্বাচন স্থগিত করা হয়।
0Share