লক্ষ্মীপুরের কমলনগরে চর লরেন্স ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। রবিবার (৩০ জুন) দুপুরে উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ আকতারুজ্জান জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।
এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন যুবলীগ নেতা মোঃ ইসমাইল হোসেন (মেম্বার), যুবলীগ নেতা মোঃ সেলিম, মাদরাসা শিক্ষক মোঃ আবুল কাশেম হাওলাদার, মোঃ মাইন উদ্দিন, মোঃ হুমায়ুন কবির, মোঃ মাইন উদ্দিন।
অন্যদিকে নৌকা প্রতীকে উপজেলা যুবলীগের প্রথম যুগ্ন-আহবায়ক মোঃ আহসান উল্লাহ হিরণ ফরম জমা দেন।
প্রসঙ্গত, গত ২৬ শে ফেব্রুয়ারি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাষ্টার। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৫ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।
0Share