প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুর জেলা যুবলীগ। শনিবার সকালে মিছিলটি শহরের তমিজ মার্কেটের সামনে থেকে শুরু হয়ে জেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শহরের উত্তর তেহমুনিতে সংক্ষিপ্ত এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, কমলনগর উপজেলা যুবলীগের সভাপতি মেজবাহ উদ্দিন বাপ্পি, যুবলীগ নেতা ভিপি হেলাল, ওমর ফারুক সাগর, আব্দুল জব্বর লাভলু, টিটু চৌধুরী, মাহবুবুল হক মাহবুব প্রমূখ।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বিএনপি নেতা শামসুজ্জামান দুদু একটি টেলিভিশনে বলেছেন‘ যেভাবে শেখ মুজিব বিদায় নিয়েছেন, সেভাবে শেখ হাসিনাও বিদায় হবেন’। দুদুর এই বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
0Share