ফেনী: আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি যদি অংশ না নেয় তাহলে কী হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অন্তর্বর্তীকালীন সরকারের যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “‘যদি’ গেছে নদীতে।” শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের ফতেহপুর রেলক্রসিং ওভারপাস নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। আসন্ন নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে আবারও প্রশ্ন করলে মন্ত্রী বলেন, ‘সংলাপ হোক বা না হোক নেতাকর্মীদের চাপের মুখে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। দেশ অচল করে দেয়া- এটা কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না।’ মন্ত্রী আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম চ্যালেঞ্জ অবাধ, নিরপেক্ষ ও অর্থবহ নির্বাচনে বিরোধী দলকে নিয়ে প্রতিযোগিতামূলক নির্বাচনে অংশগ্রহণ করা। একই সঙ্গে নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে সহায়তা করা। শর্ত দিয়ে সংলাপ হয় না। খোলা মন নিয়ে সংলাপে আসতে হবে।’ এসময় পুলিশ সুপার পরিতোষ ঘোষ, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। বিরোধী দলের কঠোর কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশ অচল মানে, ১৬ কোটি মানুষকে অচল করে দেয়া। এতে দেশের মানুষের জীবনযাত্রা ব্যাহত হবে।’ সহিংসতার পথ পরিহার করে বিরোধী দলকে নির্বাচনে আসার আহ্বান জানান তিনি।
0Share