লক্ষ্মীপুর পৌরসভায় আওয়ামী লীগের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। পৌরসভার চিত্র পাল্টে গেছে। লক্ষ্মীপুর পৌরসভায় গত পাঁচ বছরে একশ ৭২ কোটি টাকার উন্নয়ন মূলক কাজ হয়েছে। আমার গত পাঁচ বছরে পৌরবাসীকে শতভাগ পানির চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছি। পৌরবাসী ব্যবহার করছে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ। শেখ হাসিনার নেতৃত্বে দূর্বার গতিতে উন্নত হচ্ছে দেশ। বাস্তবায়িত হচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ। সে উন্নয়নের ছোয়া লক্ষ্মীপুর পৌরসভায় ও লেগেছে। কথাগুলো বলেছিলেন, লক্ষ্মীপুর পৌর মেয়র আবু তাহের।
আবু তাহের লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য। আওয়ামী লীগের রাজনীতিতে জেলা ব্যাপী আলোচিত তিনি। পৌরবাসিন্দা আবুল হাসেম বলেন, পৌরসভাকে মডেল ও অত্যাধুনিক পৌরসভা করতে প্রতিনিয়ত শ্রম দিয়ে যাচ্ছে আওয়ামী লীগের এ প্রবীণ নেতা। তিনি পৌরসভার বর্তমান মেয়র। তাকে আবারো মেয়র পদে চাই।
উন্নয়নের উদহারণ দিতে গিয়ে মেয়র আবু তাহের জানান, জেলা শহর থেকে গরু বাজার স্থানান্তর করে পরিবেশ বান্ধব একটি গরু বাজার প্রতিষ্ঠা করা হয়েছে। পানির দূর্ভোগ কমাতে দুইটি উৎপাদক নলকূপ স্থাপন করা হয়েছে। পৌরবাসীর সুবিধার্থে ৪৯ টি রাস্তা ও ৯টি ড্রেনের উন্নয়নমূলক কাজ হয়েছে। লক্ষ্মীপুর চকবাজারে দৃষ্টিনন্দন আধুনিক মসজিদ নির্মাণ করেছি। পৌর বিপনী বিতান নির্মাণ সম্পন্ন করা হয়েছে। জেলায় একটি ল কলেজ প্রতিষ্ঠা করেছি। এছাড়া পৌরসভার বিভিন্ন স্কুল-কলেজ, রাস্তা-ড্রেন, পানি ও বিদুৎ দিয়ে সরকারের উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করেছি। উন্নয়নের এ সব ধারাবাহিকতা বজায় রাখতে আশা করিেআবারো সকলের সমর্থন পাবেন বলে তিনি আশা ব্যক্ত করেছেন।
0Share