বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের ৪র্থ মেয়াদে ২বছর পুর্তিতে লক্ষ্মীপুরে সমাবেশ ও আনন্দ র্যালী করেছে সংগঠনটির নেতাকর্মীরা। বুধবার সকালে লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ সভাপতি মিয়া মোঃ গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরিফ, সাধারণ সম্পাদক নিশান, পৌর আওয়ামীলীগ সভাপতি ইসমাইল হোসেন, রায়পুর পৌর আওয়ামীলীগ আহ্বায়ক জামসেদ কবির বাকি বিল্লাহ, রামগতি পৌর মেয়র মেজব্বাহ উদ্দিন মেজু, রামগতি উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদসহ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
পরে শহরের উত্তর তেমুহনী থেকে একটি আনন্দ র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমহুনি গিয়ে র্যালীটি শেষ হয়।
0Share