৩০ জানুয়ারী রামগঞ্জ পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। সরগরম হয়ে উঠেছে পুরো উপজেলা। এরই মধ্যে লক্ষ্মীপুরের রামগঞ্জে কাউন্সিলর প্রার্থী মোঃ আরিফুল ইসলামের বিরুদ্ধে হলফনামায় মিথ্যা তথ্য দেয়ার অভিযোগ উঠেছে। আরিফুল ইসলাম রামগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদ প্রার্থী হয়েছেন।
অভিযোগকারী সাফায়েত উল্ল্যাহ সিদ্দিকী তার অভিযোগপত্রে উল্লেখ করেন, কাউন্সিলর প্রার্থী আরিফুল ইসলামের বিরুদ্ধে চেক জালিয়াতি, ঋণখেলাপীসহ কয়েকটি অভিযোগে মামলা চলমান রয়েছে। ইতিমধ্যে তিনি নির্বাচনী হলফনামায় ৫টি মামলার কথা উল্লেখ করলেও আরো দুইটি মামলার কথা গোপন করেছেন বলে অভিযোগপত্রে দাবি করা হয়। মনোনয়ন পত্রের সাথে হলফনামায় সুকৌশলে এমামলার ব্যাপারটি গোপন রাখায় স্থানীয় সরকার ( পৌরসভা) আইন ২০০৯ এর ১৯(২) ধারা অনুসারে কাউন্সিলর প্রার্থী আরিফুল ইসলামের নির্বাচিত হওয়ার যোগ্যতাও হারিয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
এদিকে কাউন্সিলর প্রার্থী আরিফুল ইসলাম বলেন, তিনি নির্বাচিত হবেন তাই ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ একটি গ্রুপ তাকে হয়রানি করছে। তাঁর প্রতিটি মামলা আদালতে চলমান রয়েছে বলেও জানান তিনি।
জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, হলফনামায় মিথ্যা তথ্য দেয়ার বিষয়ে তাঁর কাছে এখনো কোন অভিযোগ এসে পৌঁছায়নি।
0Share